Friday, September 7, 2018

প্রকৃতির আশ্চর্য এক নীল ফুলের প্রান্তর। যেখানে আকাশ নীল। জাপানের এই ভিডিওটি দেখুন




জাপানের এই ভিডিওটি দেখুন

বসন্তকালে এখানে প্রাকৃতিকভাবে নীল রঙের ফুলের চাদেরে ঢেকে যায় প্রান্তর। আকাশের নীলের সঙ্গে মাটিতে উজ্জ্বল নিমোফিলা বা বেবি ব্লু আইস নামের ছোটছোট নীল ফুলের মিলন ঘটে। প্রতি বছর সংখ্য়ায় প্রায় পাঁচ মিলিয়ন ফুল ফোটে। শরৎকালে মিহারাশি পাহাড়ের প্রান্তর ভরে যায় লাল ও সবুজাভ রঙের কোচিয়া বল গাছে এবং কসমসের নানান রঙের ফুলে। সারা বছর হিতাচি সিসাইড পার্কের ১৯০ হেক্টর জমিতে নার্সিসাস, টিউলিপ, গোলাপ, কসমস, ড্য়াফোডিল ইত্য়াদির বিভিন্ন প্রজাতি ও রঙের ফুলের আশ্চর্য সমাবেশ দেখা যায়। ফুল ফোটার সময় অনুযায়ী পার্কটিতে বাৎসরিক ক্য়ালেন্ডার তৈরি করা হয়েছে।